১১ ঘণ্টার সফর শেষে হোবার্ট পৌঁছেছেন সাকিবরা

|

বৃষ্টি মাথায় নিয়ে ১১ ঘণ্টার লম্বা সফর শেষে শনিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টায় হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৩ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

অবশ্য টাইগারদের লম্বা সফর আর বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছে দলের অনুশীলন। তবে মাত্র একদিন অনুশীলন করেই হোবার্টে ম্যাচ খেলতে হবে তাদের। সাথে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই টাইগারদের। তাই অনুশীলনের ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যােন জালাল ইউনুস বলেন, হোবার্টে না হয়ে খেলা সিডনি বা মেলবোর্নে হতে পারতো। তবে যেহেতু এখানেই হচ্ছে আমাদের সেটা মেনে নিয়েই খেলতে হবে।

বৈরী আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন এখানে যে আবহাওয়া তাতে অনুশীলন করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করবো ইনডোরে অনুশীলন করা যায় কিনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply