টস জিতে ব্যাটিং, ভালো সূচনা পেলো না আয়ারল্যান্ড

|

ছবি: সংগৃহীত

গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডস। টস জিতে ব্যাট করছে আইরিশরা। তবে প্রত্যাশিত সূচনা পায়নি তারা। শেষ খবর পর্যন্ত, তাদের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৬০ রান।

হোবার্টের এই ম্যাচে পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নির উদ্বোধনী জুটি ভাল শুরু এনে দিতে পারেনি। ২য় ওভারেই মাত্র ১ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন বালবার্নি। লোরকান টাকারও বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ১০ রানে তিনি বোল্ড হন থিকসানার বলে। আইরিশদের ইনিংস টেনে নিয়ে যেতে থাকা পল স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। এরপর কার্টিস ক্যাম্ফারকে চামিকা করুনারত্নে ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে আইরিশরা।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।

শ্রীলংকা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, বান্দারা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মহেস থিকসানা এবং লাহিরু কুমারা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply