ইউক্রেন যুদ্ধে ড্রোন নিয়ে তদন্তের আহ্বানে নিন্দা ইরানের

|

ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার নিয়ে জাতিসংঘে তিন ইউরোপীয় দেশের তদন্তের আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। শনিবার (২২ অক্টোবর) এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করে রাইসি প্রশাসন। এছাড়া ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের তদন্তের আহ্বানও প্রত্যাখ্যান করেছে দেশটি। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং তেহরানকে চাপে রাখতেই পশ্চিমাদের এমন অভিযোগ। একই সাথে উস্কানিমূলক পথে অগ্রসর না হতে পশ্চিমাদের সতর্ক করেছে তারা।

সম্প্রতি ইরানের তৈরি ড্রোন নিয়ে রুশ বাহিনী ইউক্রেনে সিরিজ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে দেশটির পশ্চিমা মিত্ররা। শুক্রবার বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপের এই তিন দেশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply