বাবর আজমের ‘গোল্ডেন ডাক’, ভারতের শুভ সূচনা

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এরচেয়ে বাজেভাবে শুরু হতে পারতো না সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের যাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহারণে মুখোমুখি হওয়া প্রথম বলেই আর্শ্বদীপের সিংয়ের শিকারে পরিণত হয়েছেন পাকিস্তান অধিনায়ক। বাবরকে ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়ে শুভ সূচনা করেছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে ভারত। আর কন্ডিশনের সুবিধা নিয়ে বেশ ভালো সূচনা করেছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও আর্শ্বদিপ সিং। এ পর্যন্ত, ২ ওভারে ১ উকেট হারিয়ে পাকিস্তানের রান ৬।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শ্বদিপ সিং।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply