সাইবেরিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

|

রাশিয়ার ২ আসনের মাল্টি রোল এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান।

সাইবেরিয়ায় একটি আবাসিক ভবনের ওপর রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ২ পাইলট নিহত হয়েছে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (২৩ অক্টোবর) পূর্ব সাইবেরিয়ান শহর ইরকুতুস্কে একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। এতে ভবনের কেউ হতাহত হয়েছেন কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ও তদন্ত কমিটি বলছে, বিমানটি ২ আসনের মাল্টি রোল এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এতে কোনো গোলাবারুদ ছিল না।

বিমান ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিধ্বস্ত হওয়ার পর দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ইরকুটস্ক প্রায় ৬ লাখ জনসংখ্যার একটি শিল্প কেন্দ্র। এখানকার একটি বিমান কারখানায় এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান তৈরি করা হয়।

রাশিয়ার একটি রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, তারা বিমান নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের জন্য তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, এই দুর্ঘটনার মাত্র সপ্তাহখানেক আগে ইয়েস্কের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আরেকটি রাশিয়ান বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছিল।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply