আবারও বিধ্বস্ত রুশ যুদ্ধবিমান, প্রাণ গেল ২ পাইলটের

|

এক সপ্তাহের ব্যবধানে আবারও বিধ্বস্ত হলো রাশিয়ার সুখয় যুদ্ধবিমান। সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে হওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ পাইলট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৩ অক্টোবর) ইরকুৎস্ক শহরের একটি দোতলা আবাসিক ভবনে আছড়ে পড়ে সুখয়-৩০ ফাইটার জেটটি। মুহূর্তেই গুড়িয়ে যায় স্থাপনাটি, ছড়িয়ে পড়ে আগুন। তবে শহরের গভর্নর জানিয়েছেন, ঐ ভবনে বসবাস করা দুটি পরিবারের সব সদস্য অক্ষত রয়েছেন।

তবে এ দুর্ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের দেড় শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। এখনো চলছে উদ্ধার তৎপরতা। রাশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমানটি। কী কারণে হলো এ দুর্ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সুখয় সিরিজের ফাইটার জেট নির্মাণের জন্য বিখ্যাত সাইবেরিয়ার এই শহরটি। গত ১৮ অক্টোবর রাশিয়ার ইয়স্ক শহরের লোকালয়ে বিধ্বস্ত হয় ‘সুখয়-৩৪’ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৫ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply