রাজধানীতে টিসিবির চিনি বিক্রি শুরু

|

খোলা চিনি। ফাইল ছবি।

সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। একজন ভোক্তা ১ কেজির বেশি চিনি কিনতে পারবেন না।

রাজধানীর ১১টি স্থানে চলছে টিসিবি বিক্রয় কার্যক্রম। প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে দেড় হাজার জন চিনি সংগ্রহ করতে পারবেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সোমবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায় খামারবাড়ি এলাকায় চিনি বিক্রির কার্যক্রম শুরু হয়।

চলতি মাসের প্রথম দিকে খোলা চিনির দাম প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে তা কার্যকর হয়নি। গত সপ্তাহের শুরুতেও চিনির দাম কেজিতে ৯৫ টাকার বেশি ছিল। বৃহস্পতিবার থেকে খোলা চিনির দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে দেশে ১৭ লাখ টন চিনি আমদানি করা হয়েছিল। চলতি বছরের নয় মাসে সাড়ে ১৬ লাখ টন চিনি আমদানি করা হয়েছে। বছরে চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। যার সিংহভাগই আমদানি করতে হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply