সিত্রাং: বিদ্যুতের যেকোনো সংকটে ফোন করবেন যে নম্বরগুলোয়

|

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবেলা/তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও দপ্তর/সংস্থার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সংকটকালীন যেকোনো প্রয়োজনে নিচের নম্বরসমূহে যোগাযোগ করুন-

১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): 01792623467, 8900575

২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 01708149502-3,

নিয়ন্ত্রণ কক্ষ- 02223354646

মোবাইল- 01819228616

৩. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)

কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র- 028900501,

মোবাইল-01713090586, 01324435981

৪. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি)

কন্ট্রোল রুম নাম্বার- 02223364800, 02223363000

মোবাইল নম্বর- 01321137195

৫. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: (নেসকো)

রাজশাহী জোন-01755582300

রংপুর জোন-01715041240

৬. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ:

টেলিফোন- 02477724472,

মোবাইল নম্বর-01755568781

কল সেন্টার নম্বর- 16117

প্রসঙ্গত, ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের ৪৪ লাখসহ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন দেশের ৬০ লাখ গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে রয়েছে চাঁদপুর, যশোর, ফরিদপুর, খুলনা, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাগুরা, মানিকগঞ্জ। এই সমিতিগুলোর গ্রাহক সংখ্যা ৪৪ লাখ ১ হাজার।

এছাড়া, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা একেবারেই বিদ্যুৎ বিতরণের বাইরে চলে গেছে। এ জেলাগুলো হচ্ছে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও মাগুরা। ওয়েস্ট জোনের এসব এলাকায় ১৪ লাখের কাছাকাছি গ্রাহক রয়েছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply