দ্রুতগতিতে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করছে সিত্রাং

|

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং খুব দ্রুতগতিতে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করছে। মঙ্গলবার সকাল নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্যরাতে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার (২৪ অক্টোবর) দিনের গত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৩২ মিলিমিটার। রাজধানীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ২৯৪ মি.মি.।

এদিন, কক্সবাজারে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ কি.মি. রেকর্ড করা হয়েছে। এছাড়া, উপকূলের বিভিন্ন জেলায় ৫-৬ ফুট জলোচ্ছ্বাস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply