রাজধানীতেও ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব পড়েছে বেশ। রাতভর বৃষ্টি, ঝড়ো হাওয়া, জলাবদ্ধতা; সেই সাথে ছিল বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ার হিড়িক। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃষ্টির মধ্যে যানবাহন ও রিক্সা না পেয়ে বিড়ম্বনায় পড়েন নগরবাসী। কেউ কেউ বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল।
এরমধ্যে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় রাজধানীর পান্থপথ, হাতিরঝিল, বনশ্রী, হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়কে গাছ পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে রাতেই ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে মঙ্গলবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এমএন
Leave a reply