ব্রাজিলে রানঅফ বা দ্বিতীয় দফা নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে বামপন্থি নেতা লুলা ডি সিলভা। প্রেসিডেন্ট জেইর বোলসোনারো লুলা ডি সিলভার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে। খবর রয়টার্সের।
গতকাল সোমবার (২৪ অক্টোবর) জরিপের ফলাফল প্রকাশ করে পোলস্টার আইপিইসি। ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে ভোটারদের মধ্যে চালানো হয়েছে ওই জরিপ। তাতে অংশ নিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।
জানানো হয়, ভোটাভুটির মাত্র এক সপ্তাহ আগেও প্রেসিডেন্টের পক্ষে ৪৩ শতাংশ জনসমর্থন ছিল। অন্যদিকে, লুলা ডি সিলভাকে ভোট দিতে প্রস্তুত ৫০ ভাগের বেশি ব্রাজিলীয়।
আগামী ৩০ অক্টোবর দেশটিতে হবে দ্বিতীয়দফা ভোটাভুটি। প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ ভাগের বেশি ভোট নিশ্চিত করতে না পারায় রান অফে গড়িয়েছে প্রেসিডেন্ট নির্বাচন।
/এমএন
Leave a reply