ভোলা প্রতিনিধি:
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশান উপজেলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
সোমবার (২৪ অক্টোবর) রাতে ৩ জন এবং মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে ১ জন নিহত হয়েছেন। জানা গেছে, ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলাম ও দৌলতখান পৌর ৭ নম্বর ওয়ার্ডের খাদিজা বেগম ঘর চাপায়, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মনির হোসেন মোটরসাকেল করে যাওয়ার পথে গাছ ভেঙে ও লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাবেয়া বেগম নামে গৃহবধূ জোয়ারের পানিতে ডুবে নিহত হয়েছেন। ভোলা সদর ও দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, চরফাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, সিত্রাংয়ের প্রভাবে এখন পর্যন্ত ৫ শতাধিক ঘর পুরোপুরি ভেঙে পড়েছে। এছাড়া আরও অন্তত ১ হাজারের বেশি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএআর/
Leave a reply