অ্যাস্টন ভিলার নতুন কোচ এখন উনাই এমেরি

|

ছবি: সংগৃহীত

অ্যাস্টন ভিলার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন উনাই এমেরি। বাজে পারফরমেন্সের জেরে বরখাস্ত হওয়া স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের দায়িত্বে ছিলেন সাবেক আর্সেনাল বস এমেরি। সেখানে ক্লাবের ইতিহাসে প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জেতেন তিনি। ইউরোপা লিগ জয়ের সঙ্গে গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও দলকে নিয়ে যান তিনি। শেষ চার থেকে লিভারপুলের কাছে হেরে বিদায় নিতে হয় ভিয়ারিয়ালকে।

তবে ঠিকানা পরিবর্তন করে আগামী ১ নভেম্বর থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এদিকে উনাই এমেরিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে উচ্ছ্বসিত অ্যাস্টন ভিলা। ৫০ বছর বয়সী এই কোচের জন্য ভিয়ারিয়ালকে ৫.২ মিলিয়ন পাউন্ড বাইআউট ফি দিতে হয়েছে ইংলিশ ক্লাবটিকে।

আর্সেনালের ডাগআউট সামলানোর পর এই নিয়োগের মাধ্যমে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন উনাই এমেরি। তবে তাকে দায়িত্ব দিতে আগ্রহী ছিল নিউক্যাসেল ইউনাইটেড।

আরও পড়ুন: রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানসিটি ও বরুশিয়া ডর্টমুন্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply