চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার

|

বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে।

চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বন্দরের কার্যক্রম। গভীর সমুদ্রে থাকা জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনার নির্দেশনা দেয়া হয়েছে। বহির্নোঙরে জাহাজ আসলে ক্রম অনুসারে জেটিতে আনা হবে। তবে যেসব বড় জাহাজ জেটিতে আসতে পারবে না সেসব পণ্য লাইটারেজ জাহাজের মাধ্যমে খালাস করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সারাদেশের নৌচলাচলও স্বাভাবিক হচ্ছে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) সিত্রাং এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চট্টগ্রাম ও মোংলা বন্দরে এরই মধ্যে পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এই দুই বন্দরে লাইটার জাহাজগুলো নিয়মিত কার্যক্রম শুরু করেছে। বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, জোয়ারের পর স্বাভাবিক কার্যক্রমে আরও গতি বাড়বে।

এ নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা বলেন, জাহাজ এবং বন্দরের কোনো ক্ষতি হয়নি। বন্দরের আশেপাশের নিম্নাঞ্চলে যেসব অঞ্চলে পানি জমেছিল, সেখান থেকে পানি এখন নেমে গেছে। এরই মধ্যে বন্দরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি আমরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply