ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এবং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন ভূইয়া (২৭) এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আলী মিয়ার ছেলে রিপন মিয়া (২৮)।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে ঝড়ের সময় একটি গাছ ভেঙে জয়নালের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন জয়নালের স্ত্রী নিপা আক্তার।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, মঙ্গলবার সকালে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পল্লীবিদ্যুতের একটি খুঁটি মেরামতের সময় খু্ঁটিসহ পানিতে পড়ে যায় লাইনম্যান রিপন মিয়া। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার মধ্যরাতে ঝড়ের সময় আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর গ্রামের অন্তত ৮টি ঘরবাড়ি মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস।
/এনএএস
Leave a reply