শীত মৌসুমে যুদ্ধবিধ্বস্ত দেশে অধিবাসীদের ফিরতে নিষেধ করলো ইউক্রেন সরকার। এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুক। খবর এপির।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার হামলায় দেশের এক-তৃতীয়াংশ জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত। যা ঠিক করতে আরও সময় প্রয়োজন। সুতরাং মৃত্যুঝুঁকিতে দেশত্যাগীরা এখন ইউক্রেনে ফিরলে ভোগান্তি আরও বাড়বে। তাই বসন্তকাল না আসা পর্যন্ত প্রতিবেশী দেশগুলোর শরণার্থী ক্যাম্পেই দেশবাসীকে থাকার অনুরোধ জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন কমপক্ষে ৭৭ লাখ ইউক্রেনীয়। পাশাপাশি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে ইউক্রেন। প্রায় ৪ হাজার কোটি ডলারের বাজেট ঘাটতি মোকাবেলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দাবি, প্রত্যেক মাসে যুদ্ধবিধ্বস্ত দেশটির অন্তত ৩০০ কোটি ডলার সহযোগিতা প্রয়োজন।
/এমএন
Leave a reply