রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, যাত্রী ভোগান্তি চরমে

|

রাজধানীর বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজটে নাকাল যাত্রীরা। বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী এই সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

যানবাহন চলাচল স্থবির হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা। এছাড়া জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারা পড়েছেন মহাভোগান্তিতে। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার অভিযোগ অনেক যাত্রীর।

এদিকে মঙ্গলবার জরুরি প্রয়োজন ছাড়া এই সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply