দুর্দান্ত খেলে আমাদের ম্লান করে দিয়েছে আয়ারল্যান্ড: বাটলার

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বৈশ্বিক আসরে আরও একটি ঐতিহাসিক জয় পেয়েছে আয়ারল্যান্ড। ডাকওয়ার্থ লুইস মেথডে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১১ বিশ্বকাপের পর আবারও ইংলিশদের বিরুদ্ধে জয় পেলো আইরিশরা। তবে এই জয়ের পেছনে যে বৃষ্টির ভূমিকাই পুরোটা নয়, তা প্রকাশ পেয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলারের কথায়। ম্যাচ হেরে তিনি বলেছেন, দুর্দান্ত খেলে আমাদের ম্লান করে দিয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচ হেরে জস বাটলার বলেন, ম্যাচের প্রথম ১০ ওভারে ভালো খেলতে পারিনি আমরা। আয়ারল্যান্ডকে আটকাতেও পারিনি। বোলিংয়ে ধারাবাহিকতা না থাকায় উইকেটের সবদিকে রান করেছে ওরা। পরের ১০ ওভারে অবশ্য আমরা ফিরে এসেছি। আবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই আমার আউট হয়ে যাওয়াটাও কাজে লাগেনি। এরপর তুমুল বৃষ্টি শুরু হয়ে গেলো। তবে সে জন্য আমরা হারিনি। আয়ারল্যান্ড যোগ্য দল হিসেবেই জিতেছে।

আয়ারল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিনই হয়ে গেলো ইংল্যান্ডের। এ প্রসঙ্গে বাটলার বলেন, এই ম্যাচে আমরা ভুল করে ফেলেছি। গ্রুপটা এখন বেশিই কঠিন হয়ে গেলো আমাদের জন্য।

আরও পড়ুন: বৃষ্টিতে লেখা হলো আইরিশ রূপকথা, ইংল্যান্ডের দুঃখ ৫ রান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply