ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও আশিষ নেহরাকে নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। চেহারায় আংশিক মিল থাকার কারণে কেউ-কেউ মজা করে বলছেন, মেলায় হারিয়ে যাওয়া জমজ ভাই। আবার অনেকে বলছেন আইপিএলে দলকে শিরোপা এনে দেয়ায় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব। সব মিলিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বলিউডে হরহামেশাই দেখা যায় অবিকল মুখবয়বের তারকাদের। প্রিয় অভিনেতার নকল করতেও কম যান না তারা। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেখান নিজেদের কারিশমা। কখনো অক্ষয় কুমারের ডায়ালগ আবার কখনো শাহরুখ খানের নাচের মুদ্রা নকল করে বিনোদন যোগান ভক্তদের।
তবে এবার আর বলিউডে নয়, ভারতের ক্রিকেট পাড়ায় পড়েছে হৈচৈ। বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নাম ঘোষণার পরই উঠে এসেছে আরও একটি নাম। সাবেক ভারতীয় পেসার আশিষ নেহরার সাথে চেহারায় মিল রয়েছে তার। আর তাতেই নড়েচড়ে বসেছেন নেটাগরিকরা।
আশিষ নেহরা ও ঋষি সুনাকের চেহারার মিল খুঁজে সমাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক দেখা যাচ্ছে পোস্ট। অনেকে মজা করে আইপিএলে গুজরাট টাইটান্স’কে চ্যাম্পিয়ন করানোর পুরস্কারস্বরূপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্বের উদ্ধৃতি টেনে অভিনন্দন জানান আশিষ নেহরাকে।
আরেকজন তো রীতিমতো জমজ ভাই বানিয়ে দিয়েছেন সুনাক ও আশিষ নেহরাকে। কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন এক নেটিজেন।
স্কুল জীবনে আশিষ নেহরার হাত থেকে বিরাট কোহলির গ্রহণ করা এক ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে ঋষি সুনাক উইথ বিরাট কোহলি।
দু’জনের ছবি একসাথে যুক্ত করে এক নেটাগরিকরা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নেহরাকে জানিয়েছেন অভিনন্দন। আর অন্য এক পোস্টে নেহরা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোস্ট করে মজার ছলে ক্যাপশনে লিখেছেন কীভাবে কোহিনুর-হীরা ভারতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে গভীর আলোচনায় দু’দেশের নেতা!
/এনএএস
Leave a reply