সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে টুইটার

|

সোশ্যাল মিডিয়া টুইটারের দিন কি শেষ হয়ে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে সেলেব্রিটিদের নামে দেখা গেছে একাধিক ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি কোম্পানিটির নিজস্ব গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। খবর গ্যাজেট থ্রি সিক্সটির।

প্ল্যাটফর্মে আগের মতো সক্রিয় নন ‘হেভি হিটাররা’। টুইটারের নিজস্ব গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে ‘হেভি টুইটার’ ব্যবহারকারীর সংখ্যা।

এই ‘হেভি টুইটার’ ব্যক্তিদের সংখ্যা প্ল্যাটফর্মটির মাসিক নিয়মিত ব্যবহারকারীদের ১০ শতাংশেরও কম বলে উঠে এসেছে টুইটারের গবেষণাতে। সপ্তাহে অন্তত ছয় দিন টুইটারে লগইন করেন এবং সপ্তাহে তিন থেকে চারবার টুইট করেন এমন ব্যবহারকারীদের ‘হেভি হিটার’ বা ‘হেভি টুইটার’ হিসেবে চিহ্নিত করছে প্ল্যাটফর্মটি। তবে মোট টুইটের ৯০ শতাংশই করেন তারা। এতে কোম্পানিটির সর্বমোট আয়ের অর্ধেক উঠে আসে।

এদিকে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ডেডলাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এর আগে সক্রিয় ব্যবহারকারীদের হারাচ্ছে সোশ্যাল মিডিয়াটি। কোম্পানিটির ব্যবসার জন্য যারা অপরিহার্য।

সর্বোপরি বলা যায়, ব্যবহারকারী হারাচ্ছে সেলিব্রিটিদের তালিকায় প্রথমে থাকা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। তবে ঠিক কী কারণে এমন হচ্ছে তা নির্দিষ্ট করে জানাননি গবেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply