স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপর একটি ট্রাকের চাকা দেবে বিকল হয়ে পড়ে ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে। এতে নিশ্চিত বড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে মহুয়া কমিউটার ট্রেন।
বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর এলাকায় এঘটনা ঘটে। মহুয়া কমিউটার ছাড়াও আশপাশের কয়েকটি স্টেশনে অগ্নিবীনা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে এতে দুর্ভোগে পড়ে শত শত ট্রেন যাত্রী।
ট্রাকটির চালক ও সহকারীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা জোবায়ের আহমেদ জানান, রাত ৯টা দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের পাড় হতে রেললাইনে ওঠার আগেই ট্রাকটির ডান পাশের পেছনের দু’টি চাকা সড়কের ওপর দেবে যায়। এতে ট্রাকের সামনের অংশ রেললাইনের ওপরে গিয়ে উঠে। ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে ট্রাকের চাকা দেবে যাওয়া অংশ পার হয়ে শ্রীপুর স্টেশনে প্রবেশ করছিল। ওই গেটে দায়িত্বরত গেটম্যান নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরতদের জানালে দ্রুত গতির ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি, রক্ষা পায় যাত্রীরাও।
গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই। এক পর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়।
শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ রেল লাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড, পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার দুর্ঘটনা কবলিত জায়গার পাশে, কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধার করতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
/এনএএস
Leave a reply