কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করলেন পুতিন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হলো রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া। অনলাইনে যুক্ত হয়ে পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দূর প্রাচ্য ও আর্কটিক অঞ্চলে ছোড়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, শত্রুপক্ষের পরমাণু হামলার জবাবে প্রস্তুত থাকাই এই অনুশীলনের উদ্দেশ্য।

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুরোপুরি সফল হয়েছে তাদের কৌশলগত পরীক্ষা। সবগুলো মিসাইল পৌঁছেছে লক্ষ্যে। ডার্টি বম্ব নিয়ে চলমান পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এই বিশাল মহড়া চালালো মস্কো।

এর আগে ইউক্রেনে হামলার ঠিক ৫ দিন আগে মহড়ায় অংশ নিয়েছিল রুশ পারমাণবিক বাহিনী। এক চুক্তির আওতায় মহড়ার বিষয়ে আগেভাগেই জানানো হয় যুক্তরাষ্ট্রকে।

এদিকে উত্তর-পশ্চিম ইউরোপে চলছে সামরিক জোট ন্যাটোর মহড়া। অংশ নিয়েছে ১৪টি দেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply