সিডনিতে বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। প্রথম ওভারে টেম্বা বাভুমাকে হারালেও কুইনটন ডি কক-রাইলি রুশোর ঝড়ে ৫.৩ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৬০ রান।
সিডনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। একাদশে ইয়াসির আলির পরিবর্তে জায়গা হয়েছে মেহেদি মিরাজের। প্রোটিয়া একাদশে আসেন স্পিনার শামসি। প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া কুইন্টন ডি কক আর রাইলি রুশো।
সিডনিতে সকাল থেকেই ছিল বৃষ্টির হানা। শঙ্কা দেখা দিয়েছিল সময়মতো টস হওয়া নিয়ে। পরে টস ঠিকমতো হলেও পুরো ম্যাচেই বৃষ্টির পূর্বাভাস আছে।
সিডনিতে উভয় দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের সুবাদে খানিকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন টাইগাররা। অন্যদিকে, জিম্বাবুয়ের সঙ্গে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়াতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরুর পর থেকে মাঝে মাঝেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। গতকাল মেলবোর্নে তো বৃষ্টির কারণে ভেসে গেল আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। আগের ম্যাচে বৃষ্টির সাহায্য নিয়ে আইরিশরা হারিয়েছে ইংল্যান্ডকে।
ইউএইচ/
Leave a reply