লোকসানে মেটা! তৃতীয় প্রান্তিকে হারিয়েছে ২৮ বিলিয়ন ডলার মুনাফা

|

আগামী বছরের শুরুতেই বিশাল লোকসানের সম্মুখীন হবে ফেসবুকের করপোরেট ইংক মেটা। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন হয় ১৪ শতাংশ পর্যন্ত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে ৪ শতাংশ পর্যন্ত মুনাফা হারিয়েছে প্রতিষ্ঠানটি। টাকার হিসাবে যা ২৮ বিলিয়ন ডলারের কাছাকাছি। তারচেয়েও ভয়াবহ পূর্বাভাস মিলেছে, বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় হতে পারে ৩০ বিলিয়ন ডলার। যা বাজার বিশ্লেষকদের নির্ধারিত আর্থিক পরিমাণের তুলনায় অনেক কম।

সম্প্রতি বিশ্বব্যাপী বিঘ্নিত হয়েছে হোয়াটসঅ্যাপ সেবা। দুই ঘণ্টা পর সক্রিয় হলেও এখনও সমস্যার মূল কারণ জানায়নি মার্ক জাকারবার্গের টিম। তাছাড়া চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে বেশ টালমাটাল অবস্থায় রয়েছে ফেসবুক। এই মুহূর্তে তাদের অন্যতম প্রতিযোগী চীনের বিনোদনমূলক অ্যাপস টিকটক।

সবমিলিয়ে ২০২৩ সালের সূচনাটা যে ভালো হচ্ছে না, খোদ মেটাই সেই কথাই জানাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply