ইবোলায় উগান্ডায় ৩০ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

|

আফ্রিকার দেশ উগান্ডায় ৩০ জনের প্রাণ কেড়ে নিলো মারাত্মক ছোঁয়াচে ইবোলা ভাইরাস। এখন পর্যন্ত দেশটির ১০৯ জনের শরীরে শনাক্ত হয়েছে সংক্রমণ। খবর রয়টার্সের।

বুধবার (২৬ অক্টোবর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ নিশ্চিত করেন এসব তথ্য। জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জনই স্বাস্থ্যসেবা কর্মী। যাদের ৬ জন মৃত্যুবরণ করেছেন। পরিস্থিতি মোকাবেলায় পাঁচটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। সাড়ে তিনশ বেডের আরেকটি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।

চলতি বছর সুদান থেকে নতুনভাবে ছড়ায় ইবোলা। প্রতিবেশী কঙ্গোতেও পরিস্থিতি নাজুক। এখন পর্যন্ত ভাইরাসটি প্রতিরোধে কোনো কার্যকরী ভ্যাকসিন নেই। তবে দুইটি টিকা প্রস্তুত করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হবে এর পরীক্ষামূলক কার্যক্রম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply