সরকারের পদত্যাগের আগে নির্বাচনের প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিরপেক্ষ সরকার ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো খেলা হবে না। কাউকে খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত যুব সমাবেশে তিনি এ হুঁশিয়ানি দেন। আরও বলেন, সরকার গুলি করে বিএনপির আন্দোলন দমন করতে চায়। তবে সেটা আর সম্ভব নয় বলে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপির সভা বন্ধ করতে সরকার পরিবহন ধর্মঘট করেছে। সরকারের নির্দেশে বাস-মালিকদের এসব কর্মকাণ্ড না করার আহ্বান জানান।
মির্জা ফখরুল দাবি করেন, সরকার রিজার্ভের টাকা গিলে ফেলেছে। অর্থনৈতিক সংকটের মূল কারণ সরকারের দুর্নীতি।
/এমএন
Leave a reply