তামাকমুক্ত দেশ গঠনে আইনের খসড়া দ্রুতই সংসদে পাস হবে: তাজুল ইসলাম

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

তামাকমুক্ত বাংলাদেশ গঠনে আইনের খসড়া দ্রুতই সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আইনের সঠিক ব্যবহার ও প্রয়োগে নজর দেবে সরকার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আহসানিয়া মিশনে আয়োজিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই তামাক নিয়ে সচেতনতা বৃদ্ধি হচ্ছে। দেশের ভবিষ্যৎ শিশু-কিশোরদের যেন তামাকমুক্ত পরিবেশে রাখা যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

তিনি বলেন, শক্তিশালী তামাকমুক্ত আইন বাস্তবায়ন এবং ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা দেয়া হয়েছে। এছাড়া যেকোনো স্থানে যেন তামাক বিক্রি না হয় সেই বিষয়গুলোর ওপর বিশেষ নজর দেয়া হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply