মস্কো অধিকৃত ক্রাইমিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ তথ্য জানান স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ। তবে তেমন গুরুতর ক্ষতি হয়নি বলেও জানান তিনি। খবর এএফপির।
মিখাইল রাজভোজায়েভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, আজ রাতে একটি মানবহীন ড্রোন দ্বারা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়েছে। তবে এতে তেমন গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি ট্রান্সফরমারে সামান্য আগুন লেগেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে আগুন লাগা ট্রান্সফরমারটি মেরামত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্লান্টে কর্মরত কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এটিএম/
Leave a reply