গোল বলের খেলা, কখন কোনদিকে যায় বোঝা বড় দায়। অনিশ্চয়তার এক ক্রিকেটে এবার সেই গোল বল ভালই চমক দেখাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে শুরু হওয়া রোমাঞ্চ আলো ছড়াচ্ছে সুপার টুয়েলভেও।
সুপার টুয়েলভে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু করেছিল পাকিস্তান। তবুও বাবর আজমের দলের আশা ছিল পরের ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফেরার। কিন্তু সে গুড়ে বালি। শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের কাছে ১ রানে পরাজিত হয় পাকিস্তান। এই হারে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপ থেকে কি ছিটকে পড়বে পাকিস্তান?
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। অধিনায়ক ক্রেইগ আরভিনের দল পায় ১ রানের শ্বাসরুদ্ধকর জয়।
ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয়ে দুই পয়েন্ট পায় জিম্বাবুয়ে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচ থেকে তারা অর্জন করে ১ পয়েন্ট।
সুপার টুয়েলভে ‘গ্রুপ ২’এ ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পাকিস্তান। ফলে পয়েন্ট টেবিলের শেষে নেদারল্যান্ডের সাথে সমান ০ পয়েন্ট নিয়ে পড়ে আছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।
গোল বল আর বৃষ্টি যদি এভাবে চমক দেখাতে থাকে তাহলে হয়ত খালি হাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
/এনএএস
Leave a reply