কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত পাক সাংবাদিকের জানাজায় সমবেত হাজারো মানুষ

|

আরশাদ শরীফের জানাজায় মানুষের ঢল। ছবি: সংগৃহীত।

কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরীফের জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী ইসলামাবাদে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন দল-মত নির্বিশেষে হাজারো মানুষ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার শাহ ফয়সাল মসজিদে সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান পরিবার, বন্ধু, স্বজন, দীর্ঘদিনের সহকর্মী এবং রাজনৈতিক নেতারা। জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল।

এর আগে গত মঙ্গলবারই (২৬ অক্টোবর) সাংবাদিকের মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে বিদেশের মাটিতে কীভাবে সেই কমিশন কাজ করবে তা জানানো হয়নি।

প্রসঙ্গত, গত রোববার (২৩ অক্টোবর) কেনিয়ায় পুলিশের এক অভিযানের সময় নিহত হন আলোচিত সাংবাদিক আরশাদ শরীফ। নাইরোবি পুলিশের দাবি, ভুলবশত গুলিবিদ্ধ হন তিনি। তবে অনেক পাকিস্তানি অভিযোগ করেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর রোষানলে পড়েছিলেন আরশাদ। এরই জেরে বিদেশে গিয়েও শেষ রক্ষা হয়নি তার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply