স্বাধীনতার ৫০ বছর পরেও খারাপ অবস্থায় আছে দেশ: ফখরুল

|

ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছর পরে এসে আগের থেকেও খারাপ অবস্থায় আছে দেশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার সভা সমাবেশ বন্ধ করে আন্দোলন ঠেকিয়ে রাখতে চায়। সরকার সম্পর্ণভাবে গণবিরোধী ও অবৈধ সরকার। এই সরকার বর্গী সরকার। যখনই ক্ষমতায় আসে তখনই বর্গীদের মতো দেশের মানুষের পকেট লুট করে।

রিজার্ভ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রিজার্ভ গেলো কোথায়? রিজার্ভ গিলে খেয়েছেন। গোটা দেশের অর্থনীতি গিলে খেয়েছেন। দেশকে ঝাঁঝরা করে দিয়েছেন। সরকারকে সরানো না গেলে দেশের অস্তিত্ব থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকারকে হটানোর বিকল্প নেই। পরিষ্কার কথা, অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে সরকার ততক্ষন পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যহত থাকবে। শান্তিপূর্ণভাবে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply