আব্দুল্লাহ্ তুহিন:
বিএনপির ধারাবাহিক সমাবেশের পাল্টা জবাব দিতে ব্যাপক শোডাউনের প্রস্ততি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে। বড় জনসমাগমের পরিকল্পনা আছে দলটির। এতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামবে বলে আশা করছেন দলের কেন্দ্রীয় নেতারা।
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন, সাধারণত অনুষ্ঠিত হয় রাজধানীর বাইরে। কিন্তু এবার ঢাকা সিটির ভেতরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে এ আয়োজন। বিশাল নৌকার আদলে তৈরি করা হচ্ছে মঞ্চ। ব্যাপক শোডাউনের প্রস্ততি ঘিরে সম্মেলনের আগেরদিনই, দেখা গেছে নেতা কর্মীদের উচ্ছ্বাস।
গত কয়েক দিন ময়মনসিংহ, খুলনা, রংপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছিলে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ নেতারা বলছেন, লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে জবাব দেয়া হবে রাজপথেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে সমাবেশ-সম্মেলনে জনসমাগমে গুরুত্ব দেবে ক্ষমতাসীন দল।
নির্বাচন কোনো দলের খেয়াল খুশিমতো নয়, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।
১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে, আওয়ামী যুবলীগের। সে সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
/এনএএস
Leave a reply