কর ফাঁকির মামলা থেকে নেইমারের মুক্তি

|

কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। স্পেনের আদালতে কর ফাঁকি, প্রতারণা ও দুর্নীতির মামলায় অব্যহতি পেয়েছেন এ নেইমারসহ আট জন। ফলে, কাতার বিশ্বকাপে অংশ নিতে আর কোনো বেগ পেতে হচ্ছে না নেইমারের।

এর আগে, ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। বার্সেলোনার সাথে চুক্তির অঙ্ক কম দেখানোসহ তার বিরুদ্ধে ওঠে কর ফাঁকির অভিযোগ। নেইমারের বিরুদ্ধে মামলা করে ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। এ মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল ও ১৪৪ কোটি টাকা দাবি করে প্রতিষ্ঠানটি।

তবে, নেইমারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেনের একটি আদালত। ফলে, কাতার বিশ্বকাপে অংশ নিতে আর কোন বাঁধা থাকলো না এ ব্রাজিলিয়ান তারকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply