ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। প্রেস টিভি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে বৈঠক করেন শোইগু। ইউক্রেন যুদ্ধে তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশের যে ঘোষণা দিয়েছিল রাশিয়া, তা শেষ হয়েছে বলে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, রিজার্ভ সেনা ইস্যুতে নতুন করে আর কোনো বাড়তি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রাশিয়ার নেই। এখনো ২৮ হাজারের বেশি সেনা প্রশিক্ষণরত আছে। দ্রুতই তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে বলেও জানানো হয়।
/এনএএস
Leave a reply