আজ ভেড়া জড়িয়ে ধরার দিন

|

ছবি: সংগৃহীত

ভেড়া দেখলেই অনেকের জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আটলান্টিক সাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপে বসবাসরত জনসংখ্যার চেয়ে নাকি ভেড়ার সংখ্যা বেশি।

আজ ২৯ অক্টোবর ভেড়া জড়িয়ে ধরার দিন, হাগ আ শিপ ডে। প্রতিবছর অক্টোবরের শেষ শনিবার দিবসটি পালিত হয়। পানকিন নামক একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে এই দিবসের উৎপত্তি।

ডে’স অফ দ্য ইয়ারের এক প্রতিবেদনে বলা হয়, পানকিন ছিল ‘দ্য ক্রেজি শিপ লেডি’ নামের একটি খামারের প্রথম ভেড়া, যাকে ১৯৯২ সালে জবাইখানা থেকে আনা হয়েছিল।

পানকিন ১২ বছর পর যখন মারা যায় তখন খামারের মালিক ভেড়াটিকে সবার কাছে স্মরণীয় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করে। সে নানা আয়োজনে ভেড়াটির জন্মদিন উদযাপন শুরু করে এবং সেটি প্রচার করতে থাকে। এভাবেই ধীরে ধীরে অক্টোবরের শেষ শনিবার ‘হাগ আ শিপ ডে’ বা ভেড়াকে জড়িয়ে ধরার দিন হিসেবে স্বীকৃতি পায়।

ভেড়া দারুণ উপকারী এক পশু। এর পশম দিয়ে তৈরি পোশাক, চাদর বা কম্বল বিশ্বজুড়ে জনপ্রিয়। আবার পুষ্টিগুণে সমৃদ্ধ ভেড়ার মাংস ও দুধ খাবার হিসেবে অতি উপাদেয়। প্রাচীন গ্রিকরা পাশা খেলার পাশা হিসেবে ব্যবহার করত ভেড়ার হাড়। জমি উর্বর রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ভেড়ার ভূমিকা অপরিসীম।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply