‘শাহিনকে নয়, যারা তাকে খেলিয়েছে তাদের সমালোচনা করুন’

|

পাকিস্তানের পারফরমেন্সে চটেছেন মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ভরাডুবিতে চটেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। শাহিন আফ্রিদি শতভাগ ফিট নয়, এমনটি উল্লেখ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করে আমির বলেছেন, শাহিন আফ্রিদি নয়, যারা তাকে খেলিয়েছে তাদের সমালোচনা করুন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ছবি: সংগৃহীত

সেই সাথে, পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও প্রধান নির্বাচকের অপসারণের দাবি জানিয়েছেন আমির। এবং এটিই সঠিক সময় বলে উল্লেখ করেছেন এই পেসার। সেই সাথে প্রশ্ন তুলেছেন এই হারের দায় কে নেবে!

মোহাম্মদ আমির বলেন, সবাই বলে, আমাদের বোলিং বিশ্বমানের। কিন্তু, হারিস রউফ ও শাদাব খান ছাড়া কেউই ভালো করতে পারছে না। শাহিন কেবল ইনজুরি থেকে ফিরেছে। তাকে দোষ দেয়া অনুচিত। দোষ তাদের, যারা তাকে খেলাচ্ছে।

মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরে যায় পাকিস্তান। টানা দুই হারে সেমির দৌড়ে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়েন আমির।

আরও পড়ুন: মাঠের বাইরে জিতেই চলেছে বাংলাদেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply