Site icon Jamuna Television

নাটোরে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৯

স্টাফ করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, গত ২৫ অক্টোবর রাতে নিজ জামাতার সাথে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে
৭৫ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেওয়াকে গাছে বেঁধে নির্যাতন চালায় অভিযুক্তরা। পাশাপাশি তার মেয়ে জামাইকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করলেও নিজেরাই উল্টো নির্যাতিতার বিরুদ্ধেই গণ উপদ্রবের মামলা দিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে জামিনে মুক্তি দিলেও বিষয়টি নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

এ ঘটনায় নির্যাতিতা বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়ের করলে আলম, নূরনবী, উজ্জ্বল, বাবু, লিটন, আজাদুল, কমেদ আলী, চাঁন মিয়া ও আজাদুল ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শুরু থেকেই বৃদ্ধা ও তার মেয়ে জামাইকে নির্যাতনের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচার করছে যমুনা টেলিভিশন।

/এসএইচ

Exit mobile version