স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখার পাশাপাশি কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ সদস্যদের সোচ্চার হতে হবে।
শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। এ উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি মিন্টো রোড ডিএমপি হেডকোয়ার্টার থেকে বেইলি রোড ঘুরে রাজারবাগ পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কারণে পুলিশ ও জনগণ যৌথ উদ্যোগে নিজ নিজ এলাকার ছোটখাটো সমস্যা সমাধান করতে পারছে। অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখার পাশাপাশি কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ সদস্যদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কারণে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সহজ হয়েছে।
আরও পড়ুন: যুবলীগের সমাবেশ থেকেই বিএনপির আন্দোলন রুখে দেয়া হবে: নিক্সন
/এম ই
Leave a reply