আখাউড়া প্রতিনিধি:
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা ও এক লাইনে দুটি ট্রেন প্রবেশের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের মধ্যদিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান আমিনুল হক।
তিনি বলেন, আমরা সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছি। আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিনে কম্পিউটার সিস্টেম, প্যানেল বোর্ড ও ইন্টারলকিং সিস্টেমের ডাটাব্যাজের তথ্য নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে এ দুর্ঘটনার ঘটে। পরে সন্ধ্যার দিকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা) মো. আমিনুল হককে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী সিগন্যাল প্রকৌশলী কাজী ইমাম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী ইজহারুল ইসলাম।
এএআর/
Leave a reply