পরস্পরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা ব্রাজিলের দুই প্রেসিডেন্ট প্রার্থীর

|

লুলা ডি সিলভা (বামে), জেইর বোলসোনারো (ডানে)। ছবি: সংগৃহীত।

ব্রাজিলে এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ডানপন্থী জেইর বোলসোনারো এবং বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা এবং বিতর্কে একে অপরকে জোর টেক্কা দিয়েছেন এই দুই নেতা। এরই ধারাবাহিকতায় একে অপরের সরকারকে দোষারোপ আর ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক। বিতর্কে একে অপরকে চরম মিথ্যাবাদী বলে আখ্যা দেন দুই নেতাই। খবর রয়টার্সের।

শুক্রবার (২৮ অক্টোবর) শেষ দিনের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন জেইর বোলসোনারো ও লুলা ডি সিলভা। এ সময় বোলসোনারো অভিযোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার শাসনামলে হত্যাকাণ্ড বেড়েছিল ৩০ শতাংশ। এর বিপরীতে তার আমলে জীবনের নিরাপত্তা বেড়েছে।

এর জবাবে কট্টর ডানপন্থী সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন লুলা। বোলসোনারো প্রশাসনের অবাধে অবৈধ অস্ত্র বিক্রি নীতির সমালোচনাও করেন তিনি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ব্রাজিলের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ও বোলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি সমর্থন না পাওয়ায়, রোববার (৩০ অক্টোবর) ২য় দফায় রায় জানাবেন দেশটির জনগণ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply