মৎস্য খাতে রফতানি আয় বেড়েছে

|

বিশ্বব্যাপী আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও সর্বশেষ অর্থবছরে মৎস্য খাতে রফতানি আয় বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সফর্মিং শ্রীম্প অ্যান্ড প্রন প্রোডাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প সমাপনী সভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি। জানিয়েছেন, সেফটি প্রকল্প ক্ষুদ্র চিংড়ি চাষিদের মধ্যে উন্নত চাষ পদ্ধতির সফল বিস্তার ঘটিয়েছে। যা চিংড়ির উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জীবাণুমুক্ত পোনার উৎপাদন বৃদ্ধি করে হ্যাচারিগুলোর সাথে ক্ষুদ্রচাষী পর্যায়ে সংযোগ স্থাপনে কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষকসহ চিংড়ি খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply