এবার ব্রিটেনের বিরুদ্ধে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন হামলায় জড়িত থাকার অভিযোগ তুললো রাশিয়া। মস্কোর অভিযোগ, কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলায় ব্রিটেনের সামরিক বিশেষজ্ঞ দল ইউক্রেনকে সহায়তা করেছে। খবর এএফপির।
রাশিয়া এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি। তবে রাশিয়ার বন্ধু নয় এমন দেশের তালিকায় ব্রিটেন অন্যতম। এছাড়া ক্রেমলিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এই দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেলো ২৬ সেপ্টেম্বর ব্রিটিশ নৌবাহিনীর প্রতিনিধিরা বাল্টিক সাগরে এক সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলো। যার ফল সরূপ তারা নর্ড স্ট্রিম ১ এবং নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনগুলো উড়িয়ে দিয়েছে। রাশিয়া আরও জানিয়েছে, পশ্চিমা দেশগুলো বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে দেয়নি।
এদিকে মস্কোর অভিযোগ উড়িয়ে দিয়ে লন্ডন বলছে, এটি একটি বানোয়াট গল্প। এ বিষয়ে রুশ সরকারের অভ্যন্তরেই বিবাদ রয়েছে। তারা বলছে এটি রাশিয়ার নাশকতা।
এটিএম/
Leave a reply