বিনা দোষে ৩৮ বছর জেল খাটার পর মুক্তি পেলেন মার্কিন নাগরিক

|

মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা দোষে ৩৮ বছর জেল খাটার পর নতুন ডিএনএ পরীক্ষার পর জানা গেলো অভিযুক্ত ব্যক্তি নির্দোষ। এর পর মুক্তি পেলেন সেই নির্দোষ ব্যক্তি। খবর বিবিসির।

জানা যায়, ১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়ায় রবার্টা উইডারমায়ারকে হত্যা এবং দুটি হত্যা চেষ্টা মামলায় তিনি ৩৮ বছর ধরে জেল খাটছিলেন মি. হেস্টিংস। কিন্তু এর পর নতুন এক ডিএনএ পরীক্ষার ফলাফল ভিন্ন ব্যক্তির দিকে নির্দেশ করার পর তাকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া আরও জানা গেছে, ডিএনএ পরীক্ষায় যার নাম এসেছে তিনি ২০২০ সালে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

হেস্টিংসের বয়স এখন ৬৯ বছর এবং তার বিরুদ্ধে সাজা খারিজ হয়ে যাওয়ার পর গত ২০শে অক্টোবর তাকে মুক্তি দেয়া হয়। লস এঞ্জেলেস কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকোন মি. হেস্টিংসের মামলাটিকে একটি “ভয়ংকর অবিচার” বলে বর্ণনা করেছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply