দেশ গড়তে তরুণদের প্রশিক্ষণ দিতে হবে: স্পিকার

|

ফাইল ছবি।

তরুণরাই আগামী দিনের নেতা। তাই তাদেরকে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দক্ষ কারিগরে পরিণত হবে, এমনটি বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পিয়ারসন এডেক্সেল কর্তৃক আয়োজিত ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব। এদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতার সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেবে।

এ অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply