লেপ কেনো লাল রঙের কাপড় দিয়েই তৈরি হয়?

|

শীত কিন্তু এসে গেছে। লেপ বের করার মতো হাড় কাঁপানো ঠান্ডার দেখা না পাওয়া গেলেও এখন থেকেই সে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে ঘরে ঘরে। কিন্তু কখনো লক্ষ্য করে দেখেছেন কি, শীতকালের অদি প্রয়োজনীয় সঙ্গী লেপ বেশিরভাগ সময় লাল রঙের কাপড় দিয়েই তৈরি হয়? এর পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? চলুন জেনে আসি। খবর আনন্দবাজার পত্রিকার।

মূলত, লেপ কেনো বেশিরভাগ সময় লাল রঙের কাপড় দিয়ে তৈরি হয় এনিয়ে মতবিরোধ আছে। একাংশের মতে, এটি একটি ঐতিহ্য। লাল রঙের লেপ তৈরির প্রথা শুরু হয়েছিল বিহার ও উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে। সেই সময়েই লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি শুরু হয়। মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলার চাষ হতো, সেই তুলো লাল রঙে ডুবিয়ে মোলায়েম মখমলের কাপড়ে ভরা হতো। এরপর সুগন্ধির জন্য ছিটিয়ে দেয়া হতো আতর। কিন্তু মখমল ও সিল্কের দাম এখন আকাশচুম্বী। তাই সাধারণ মানুষ লাল কাপড়েই তুলা ভরে লেপ তৈরি করেন।

অনেকে আবার মনে করেন, লেপ সাধারণত ধোয়া য়ায় না। আর তাই গাড় রঙের কাপড় দিয়েই লেপ বানানো হয়। কারণ যাই হোক, লেপের প্রয়োজন পড়বে আর মাত্র কয়েক দিন পর থেকেই। অবশ্য অনেকে এখন লেপের বদলে মোটা কম্বলেও শীত নিবারণ করে থাকেন। তবে শীতকাল আর বাঙালির ঐতিহ্যের মধ্যে লেপ একটি আদিম সেতুবন্ধন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply