রাজধানীর সড়ক নিরাপত্তার জন্য সব ধরনের গবেষণা করে মাস্টারপ্ল্যান করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে নগর ভবনের সি-ফোরটি সিটিস সম্মেলন ও ব্লুমবার্গ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিদিন ঢাকা শহরে দুই হাজার মানুষ আসে। তাই উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত ফান্ডের ৫০ শতাংশ ব্যয় এবং তাদের জন্য স্বল্প খরচে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।
/এমএন
Leave a reply