দখলকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বাহিনীর চেকপোস্টে হামলার ঘটনা হয়েছে। বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মিডিল ইস্ট আই’র এক প্রতিবেদনে বলা হয়, ইহুদি বাহিনীর অভিযানে মৃত্যু হয় হামলাকারীর।
তেল আবিবের মুখপাত্র জানান, হেবরনের এক চেকপোস্টে হয় এ ঘটনা। নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে নেয়া হয় হাসপাতালে। মৃত ঘোষণা করা হয় একজনকে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি, হামলাকারী তাদের সদস্য ছিলেন। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহতের পর গত মার্চ থেকে পশ্চিম তীরে জোরদার করা হয় ইহুদি অভিযান। নিয়মিত ধরপাকড়, আগ্রাসন চলছে ফিলিস্তিনিদের ওপর।
/এনএএস
Leave a reply