আজ শুরু হচ্ছে সংসদের ২০তম অধিবেশন

|

ফাইল ছবি

আজ রোববার (৩০ অক্টোবর) বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। চলতি বছরের ৫ম এই অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

অধিবেশন কতদিন চলবে সে সিদ্ধান্ত হবে এই বৈঠকে। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেয়া হবে। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন তারা।

গত দু’মাসে মারা যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আনা হবে শোক প্রস্তাব। এর আগে, চলতি বছরের ২৮ আগস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে চলে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply