শান্ত’র ৭১ রানের ওপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
এর আগে, আশা রেখেই ওপেনিংয়ে পাঠানো হয় সৌম্য সরকার ও শান্তকে। সৌম্যের প্রতি স্বভাবতই একটু বেশিই আশা থাকে সবার। কিন্তু সেই আশাকে হতাশায় রূপ দিয়ে ২ বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন সৌম্য। পরে ব্যাটে নেমে দারুণ ব্যাটিংয়ের আশা দেখিয়েও ফিরে যান লিটন দাস। ১২ বলে ১৪ রানের ইনিংস খেলে ধৈর্য হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পরে, সাজঘরে ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান। তবে ফেরার আগে করে যান ২০ বলে ২৩ রান।
আফিফ এসে শেষ বল পর্যন্ত ছিলেন ক্রিজে। শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন, ১৯ বলে ২৯ রান। মোসাদ্দেক ফেরেন ১০ বলে ৭ রান করে। সহ অধিনায়ক সোহান ১ বলে ১ রান করে রান আউট হয়ে ফিরে যান সাজঘরে।
এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে এদিন মেহেদী মিরাজের জায়গায় দলে নেয়া হয় ইয়াসির রাব্বিকে।
/এনএএস
Leave a reply