আগামী ১৫ই নভেম্বরের মধ্যে অনলাইনে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, শিক্ষকদের বদলি নীতিমালা নতুন করে প্রণয়ন করা হচ্ছে। এতে প্রতি ৩ বছর পরপর শিক্ষকরা বদলি হবেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান জানান, বছরের প্রথম দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবে। এছাড়া এবার সব প্রাথমিক স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা চলছে। যেসব স্কুলের কক্ষ দু’টি, সেখানে এক রুমে প্রাক-প্রাথমিক ও অন্যরুমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলবে।
আগামী জানুয়ারি থেকে এক শিফটের ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। তবে, সময়সূচি নির্ধারণটা যাচাই করা হচ্ছে বলেও জানান সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশে ৬৫ হাজারের বেশি প্রাথমিক স্কুল রয়েছে; এরমধ্যে দুই শিফট চলে এমন স্কুলের সংখ্যাই বেশি।
আরও পড়ুন: এডিস মশা নিয়ন্ত্রণে সরকার সফল, এটা বলা যাবে না: তাজুল ইসলাম
/এম ই
Leave a reply